উত্তরেময়মনসিংহসদর ও জামালপুর সদর উপজেলা, দক্ষিণে ফুলবাড়িয়া উপজেলা, পূর্বেময়মনসিংহসদর ও ফুলবাড়িয়া উপজেলা, পশ্চিমে মধুপুর ও জামালপুর সদরউপজেলা।প্রধাননদীঃ আয়মন, শিবখালী, সুতিয়া, ববিল, হাওদা, বাইহা, খালিয়া, দাবিয়া, চিতলপ্রভূতি উল্লেখযোগ্য বিল।মুক্তাগাছার মোট আয়তনঃ৩১৪.৭১ বর্গ কিমি।বনভূমি১২৫২ হেক্টর।মুক্তাগাছার অবস্থান24.7583°N 90.2667°E।শুমারী অনুযায়ী এখানে৬৪০৪৪ টি ঘর আছে।

মুক্তাগাছাথানা সৃষ্টি১৯৬১ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩সালে।পৌরসভা ১টি, ওয়ার্ড ৯টি, মহল্লা ২০ টি, ইউনিয়ন ১০টি, মৌজা ২৬১টি, গ্রাম ২৭৩টি।উপজেলাশহর ৯ টি ওয়ার্ড ও ২০ টি মহল্লা নিয়ে গঠিত।আয়তন ৭.২৮কিমি।পৌরসভাসৃষ্টি ১৮৭৫ সালে।জনসংখ্যা ৩৭০৪৩ যার পুরুষ ৫০.৬৩ শতাংশ এবংমহিলা ৪৯.৩৭শতাংশ।জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিমিতে ৫০৮৮ জন।

মুক্তাগাছারপুরাতন নাম হচ্ছে বিনোদবাড়ী।মুক্তারাম কর্মকার মুক্তাগাছার জমিদারকে একটিগাছা উপহার দেয়ায় জমিদার খুশি হয়ে এই অঞ্চলের নাম বিনোদবাড়ীরপরিবর্তেমুক্তাগাছা রাখেন।(মুক্তারামের মুক্তা এবং গাছা হতে গাছা)

শিক্ষারহার ৪৫.৯৩ শতাংশ।শিক্ষা প্রতিষ্ঠানঃসরকারী কলেজ ১টি, বেসরকারী কলেজ ৩টি, উচ্চবিদ্যালয় ৪০টি, মাদ্রাসা ১৮টি, সরকারী প্রথমিক বিদ্যালয় ১০১টি, বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ৪৩টি।প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানঃ রামকিশোরউচ্চ বিদ্যালয় (১৮৯৩), নগেন্দ্রনারায়ণ সরকারী প্রাথমিক বিদ্যালয় (১৯০৭)।

জনগোষ্ঠীরপ্রধান পেশাসমুহ কৃষি ৪৭.৭১%, কৃষি শ্রমিক ২২.৭৬%, অকৃষি শ্রমিক ২.৮২%, ব্যবসা ৮.৩%, চাকরি ৩.৫৯%, অন্যান্য ১৪.৮২%।প্রথম শ্রেণীর আবাদি জমির মূল্য০.০১ হেক্টর প্রতি ২৫০০টাকা।প্রধান কৃষি ফসল ধান, পাট, পান, গম, আখ, সরিষা।বিলূপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি স্থানীয় জাতের কলা, ডাল।প্রধান ফলআখ, কলা, জাম, তরমুজ, আম, কাঁঠাল, নারিকেল।মৎস্য, গবাদি পশু ও হাঁস-মুরগিরখামার মৎস্য ১০৩টি, গবাদি পশু ২৭টি, হাঁস-মুরগি ৬১টি।

আপনিযদি ঢাকা হতে মুক্তাগাছা যেতে চান তবে খুব সহজেই যেতে পারবেন।ঢাকারমহাখালীবাসস্ট্যান্ড থেকে সৌখিন, এনা, নিরাপদসহরয়েছেআরো কিছু পরিবহনেরবাস।ভাড়া ১২০ টাকা।সময় লাগে দুই থেকে তিন ঘণ্টা।এছাড়া ওইসলামপরিবহনেরবাসেঢাকা হতেসরাসরি মুক্তাগাছাযাওয়া যাবে।ভাড়া ১৫০ টাকা’র মতো।

পৌরসভার নাম:মুক্তাগাছা পৌরসভা
স্থাপিত:১৮৭৮ খ্রিষ্টাব্দআয়তন   :  ১১.৯৯  বর্গ কিঃমিঃ
শ্রেণী:‘ক’ওয়ার্ড সংখ্যা: ০৯
উপজেলা:মুক্তাগাছাজনসংখ্যা: ৫০৬২১
জেলা:ময়মনসিংহ  
বিভাগ:ঢাকা  
ঠিকানামুক্তাগাছা ময়মনসিংহ
টেলিফোন09028-75202, 0902875207, 0902875463
ফ্যাক্স0902875202
মোবাইল০১৭১২৩৬৪৫৪৫
ই-মেইলinfo@Muktagachapourashava.org   
ওয়েব সাইট ঠিকানাwww.muktagachapourashava.org